জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন ভোট চুরির সাথে জড়িত এবং আমাদের কাছে এর প্রমাণ রয়েছে। সংসদ প্রাঙ্গণে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময়, রাহুল গান্ধী বিহারে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে এই কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে নির্বাচন কমিশন ভোট চুরির সাথে জড়িত। শীঘ্রই পুরো দেশ জানতে পারবে যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। মধ্যপ্রদেশ এবং লোকসভা নির্বাচনে আমাদের সন্দেহ ছিল এবং মহারাষ্ট্রে এটি আরও কিছুটা এগিয়ে গেছে। এক কোটি ভোটার যুক্ত হয়েছে। এর পরে আমরা নিজস্ব তদন্ত করেছি এবং সেই তদন্তে আমরা যা পেয়েছি তা একটি পরমাণু বোমা।’
রাহুল গান্ধী বলেন, ‘আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলছি যে, উপর থেকে নিচ পর্যন্ত যেই এই কাজে জড়িত থাকুক না কেন, আমরা তোমাদের রেহাই দেব না। তোমরা ভারতের বিরুদ্ধে কাজ করছো এবং এটা বিশ্বাসঘাতকতার চেয়ে কম কিছু নয়। তোমরা যেখানেই থাকো, এমনকি অবসরপ্রাপ্ত হলেও, আমরা তোমাদের খুঁজে বের করব।’
Leave feedback about this