জনতার কলম আগরতলা প্রতিনিধি :-দৈনন্দিন জীবনে একজন গ্রাহক হিসেবে কোন পণ্যের সঠিক ওজন ও পরিমাপের বিষয়ে সচেতন থাকা সবার জন্য খুবই জরুরী। এ বিষয়ে গ্রাহকদের আরও সচেতন করে তুলতে হবে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলার হোটেল পোলো টাওয়ার-এ লজ অব লিগ্যাল মেট্রোলজি বিষয়ে এক আলোচনাচক্রের উদ্বোধন করে একথা বলেন। তিনি আশাপ্রকাশ করেন এধরণের আলোচনাচক্র ভোক্তাদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দি কন্ট্রোলার অব লিগ্যাল মেট্রোলজি-এর উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের ভোক্তাবিষয়ক দপ্তরের সহযোগিতায় আয়োজিত দুইদিনব্যাপী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভোক্তা ও লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অধিকর্তা আশুতোষ আগরওয়াল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগ্যাল মেট্রোলজির অধিকর্তা ড. রাজেশ্বর কুমার, খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা সুমিত লোধ। আলোচনা সভায় রাজ্যের বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, ত্রিপুরা মর্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ অংশ নেন।





Leave feedback about this