2025-11-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা, আতঙ্কে রাস্তায় মানুষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ আকস্মিক ভূমিকম্পে কেঁপে ওঠে ত্রিপুরা। মুহূর্তের মধ্যেই সারা রাজ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বসতবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মানুষজন দ্রুত বাইরে বেরিয়ে এসে নিরাপদ স্থানে দাঁড়ান। কম্পনটি খুব বেশি ক্ষণ স্থায়ী না হলেও বহু এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়।

রাজ্য প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিটি জেলা থেকে আপডেট সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে কর্তৃপক্ষ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের সমস্ত টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

ভূকম্পবিদদের মতে, ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় রিখটার স্কেলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড হয়েছে। ভৌগোলিক গঠনের কারণে উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় মাঝারি মাত্রার কম্পন এখানে নতুন নয়। প্লেট সঞ্চালন ও ত্রুটিরেখা বরাবর নড়াচড়ার ফলেই এ ধরনের ভূকম্পন ঘটে থাকে।

এ পরিস্থিতিতে প্রশাসন সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি গুজব না ছড়ানো, যাচাই-বাছাইহীন তথ্য শেয়ার না করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service