Site icon janatar kalam

ভুল নথি জমা দেওয়া ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ, কড়া অবস্থানে নির্বাচন কমিশন

জনতার কলম ওয়েবডেস্ক:- পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) শুনানির সময় নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী নথি জমা না দেওয়া ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানিতে যেসব ভোটার কমিশন নির্ধারিত নথির পরিবর্তে অন্য নথি জমা দিয়েছেন, তাঁদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। ইতিমধ্যেই এমন ভোটারের সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়েছে বলে কমিশনের প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, যেসব নির্বাচন আধিকারিক নির্দিষ্ট নথি ছাড়া অন্যান্য কাগজ গ্রহণ করে তা অনলাইনে আপলোড করেছেন, তাঁদের একটি পৃথক তালিকাও প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, দায়িত্বে গাফিলতি বা বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Exit mobile version