2026-01-22
Ramnagar, Agartala,Tripura
খেলা

ভারতে খেলবে কি না—চূড়ান্ত সিদ্ধান্তে বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে বাংলাদেশ ক্রিকেট। ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আইসিসির অবস্থান স্পষ্ট—বিশ্বকাপের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন করা হবে না। ফলে বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে রাজি না হয়, তাহলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ পড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে বিসিবি। বৈঠকে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও। এর আগেই বুধবার এ বিষয়ে অধ্যাপক নজরুলের সঙ্গে আলাদা করে আলোচনা করেছে বিসিবি কর্তারা।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করে আসছে বাংলাদেশ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরামর্শে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরই বিষয়টি আরও জটিল আকার নেয়। এরপর বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায়—ভারতে নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক।

এই প্রস্তাব নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকে এবং ভারতে খেলতে অস্বীকৃতি জানায়।

এমনকি বিসিবি বিকল্প প্রস্তাব হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের কথাও তোলে। প্রস্তাব অনুযায়ী, গ্রুপ ‘বি’-তে থাকা বাংলাদেশ শ্রীলঙ্কায় সব গ্রুপ ম্যাচ খেলবে। তবে আইসিসি সেই প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করে।

সবশেষে আইসিসি বিসিবিকে জানিয়ে দেয়—টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। এখন বিসিবির হাতে সময় মাত্র ২৪ ঘণ্টা। এই সময়ের মধ্যেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার হয়ে যাবে। যদিও স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে, তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, ২০০৯ সালে রাজনৈতিক কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। সে সময় তাদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড।

এখন প্রশ্ন একটাই—বাংলাদেশ শেষ মুহূর্তে অবস্থান বদলাবে, নাকি বিশ্বকাপ মঞ্চেই দেখা যাবে না টাইগারদের?

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service