2025-11-07
Ramnagar, Agartala,Tripura
খেলা

ভারতের পাসপোর্ট হাতে! অস্ট্রেলিয়ার জার্সি ছেড়ে ভারতের হয়ে খেলবেন রায়ান উইলিয়ামস

জনতার কলম ওয়েবডেস্ক :- অস্ট্রেলিয়ার প্রাক্তন উইঙ্গার রায়ান উইলিয়ামস এখন আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে ‘ব্লু টাইগার্স’-এর জার্সি গায়ে তুলতে চলেছেন। ভারতীয় পুরুষ ফুটবল দলে বিদেশি বংশোদ্ভূত প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখালেন ৩১ বছর বয়সি এই তারকা।  

উইলিয়ামসের মাতৃসূত্রে রয়েছে ভারতীয় শিকড়— তাঁর মা মুম্বাইয়ে একটি অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই যোগসূত্রই তাঁকে ভারতের নাগরিকত্ব গ্রহণে উৎসাহিত করেছে বলে জানা গেছে।

বেঙ্গালুরু এফসি, যাদের হয়ে তিনি ইন্ডিয়ান সুপার লিগে খেলছেন, বৃহস্পতিবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। এর আগে থেকেই খবর ছড়িয়ে পড়েছিল যে রায়ান উইলিয়ামস জাতীয় শিবিরে যোগ দিয়েছেন বেঙ্গালুরুতেই।

ভারতের হয়ে খেলতে হলে তাঁকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় পাসপোর্ট নিতে হয়েছে, কারণ ভারত দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি দেয় না। ফলে, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এখন তিনি পুরোপুরি ভারতীয় ফুটবলার।

২০১৯ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে নাম লিখিয়েছিলেন উইলিয়ামস। তাঁর অন্তর্ভুক্তি ভারতীয় কোচ খালিদ জামিলের দলের জন্য নিঃসন্দেহে এক বড় শক্তি বৃদ্ধি।

এদিকে, ডিফেন্ডার অভনীত ভরতিও জাতীয় শিবিরে যোগ দিয়েছেন। বিদেশের বিভিন্ন ক্লাবে খেলার পর বর্তমানে বলিভিয়ান ক্লাব এবিবি-তে খেলছেন তিনি।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বুধবার যে ২৩ সদস্যের সম্ভাব্য তালিকা প্রকাশ করেছিল, সেখানে উইলিয়ামস ও ভরতির নাম ছিল না। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে তাঁদের দেখা যেতে পারে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service