2025-12-13
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও অধিকার হরণের বিরুদ্ধে সরব গণতান্ত্রিক নারী সমিতি

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজধানীর টাউন হলে শনিবার থেকে শুরু হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য শাখার ২১তম রাজ্য সম্মেলন। সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে। এরপর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে বলেন, বিজেপি ও দেশদ্রোহী আরএসএস-এর হুমকি উপেক্ষা করেই বিরোধের পতাকা উড্ডীন রাখতে হবে। তিনি অভিযোগ করেন, রাজ্য পুলিশের কাছ থেকে প্রকাশ্য সমাবেশের অনুমতি না পাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল। ১৯ নভেম্বর সমাবেশের জন্য আবেদন জানানো হলেও অনুমতি মেলেনি বলে জানান তিনি। মরিয়ম ধাওয়ালে বলেন, র‍্যালি করা কোনও ভিক্ষা নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার। তিনি আরও কটাক্ষ করে বলেন, পুলিশ সংবিধানের প্রতি শপথ নিয়ে কাজ করছে, না কি বিজেপির সংবিধানের প্রতি—তা আজ প্রশ্নের মুখে।

বিজেপি পরিচালিত ত্রিপুরায় সাধারণ মানুষের সমস্যা নিয়ে শাসক দলের কোনও মাথাব্যথা নেই বলেও অভিযোগ করেন তিনি। এর ফলেই দেশে বেকারত্ব বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে এবং শিক্ষার খরচ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি রাজ্যে নেশার বাড়বাড়ন্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অনিয়ন্ত্রিত নেশা সমাজ ও অর্থনীতির সর্বনাশ ডেকে আনছে। তাঁর দাবি, রাজ্যে বাজেটের প্রায় সমপরিমাণ অর্থমূল্যের গাঁজা ধরা পড়ছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। রাজ্যে কর্মসংস্থানের অভাব, আইনের শাসনের দুর্বলতা এবং কাজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণেই যুবসমাজ নেশা বাণিজ্যের দিকে ঝুঁকছে। অভিযোগের সুরে তিনি বলেন, নেশা সংক্রান্ত ঘটনায় ধৃতদের মধ্যে বহুজনের শাসক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ছবি সামনে আসে।

প্রকাশ্য সমাবেশ শেষ হওয়ার পর টাউন হলের ভেতরে সম্মেলনের আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয়। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪২০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। শনিবার ও রবিবার দু’দিন ধরে নারী অধিকার, সামাজিক সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service