জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে নগদ অর্থ, মদ ও মাদক পাচার রোধে কঠোর নজরদারি নিশ্চিত করতে আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করল নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার গ্যানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু এবং ড. বিবেক জোশির উপস্থিতিতে দেশের বিভিন্ন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন চলাকালীন অবৈধ অর্থ, মদ ও মাদকদ্রব্যের প্রবাহ রোধে কার্যকর পদক্ষেপ ও সমন্বয়মূলক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিহারের মুখ্যসচিব এবং রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সময় ন্যায়সঙ্গত ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে সব ধরনের বেআইনি কর্মকাণ্ড রোধে সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রাখা হবে।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, টাকা, মদ বা মাদক ব্যবহার করে ভোট প্রভাবিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
Leave feedback about this