জনতার কলম ওয়েবডেস্ক :-সিনিয়র বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় দলের কর্মী ও নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে অংশ নেন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সভায় সারন, পূর্ব চম্পারণ ও পশ্চিম চম্পারণ জেলার বর্তমান ও প্রাক্তন বিধায়ক, সাংসদ, বিধান পরিষদের সদস্য (এমএলসি), বিজেপি জেলা সভাপতি, দলের কোর কমিটির সদস্য এবং মন্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজেপি নেতা ডা. সঞ্জয় জয়সওয়াল জানান, অমিত শাহ আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
Leave feedback about this