2025-11-08
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিহারে তরুণ মুখ্যমন্ত্রী দেখার ডাক, তেজস্বীকে পাশে থাকার বার্তা অখিলেশের

জনতার কলম ওয়েবডেস্ক:- আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব শনিবার মধুবনীর সভা থেকে জোরালো বার্তা দিলেন। তিনি বলেন, “উত্তরপ্রদেশে আমরা তরুণদের চাকরি ও শিক্ষার জন্য ল্যাপটপ দিয়েছিলাম। বিহারেও তেজস্বী যাদবকে বলব—মেয়েরা সাইকেলে চড়ুক, পড়াশোনা করুক, ভালো ফল করলে ল্যাপটপ পাক—এভাবেই নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে।”

অখিলেশের কটাক্ষ, “এই বিজেপির লোকেরা নিজেরাই ল্যাপটপ চালাতে জানে না। কিন্তু তেজস্বী যাদব নতুন চিন্তাধারার মানুষ। তিনি মুখ্যমন্ত্রী হলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও উন্নয়নের পথে বিহারকে এগিয়ে নিয়ে যাবেন।”

তিনি আরও বলেন, “আমরা অভিজ্ঞতা দিয়ে তাঁকে সাহায্য করব যাতে একসঙ্গে কাজ করে নতুন বিহার গড়া যায়—যেখানে কর্মসংস্থান থাকবে, কৃষক হবে সমৃদ্ধ, আর পিছিয়ে পড়া ও দলিত সমাজ পাবে সম্মান।”

বিহারের পর উত্তরপ্রদেশেও নির্বাচন আছে মনে করিয়ে অখিলেশের মন্তব্য, “যখন দুই রাজ্যে তরুণ মুখ্যমন্ত্রী থাকবে, তখন উন্নয়ন কি আরও জোরে এগোবে না? আমরা একে অপরকে সাহায্য করব। আমাদের সম্পর্ক বিহারের সঙ্গে অনেক গভীর।”

অখিলেশের এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা—বিহার নির্বাচনে তেজস্বী যাদবের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে চলেছেন উত্তরপ্রদেশের সমাজবাদী নেতা।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service