2025-11-05
Ramnagar, Agartala,Tripura
দেশ

বিহারে কাল প্রথম দফার ভোট: ১৮ জেলায় ১২১ আসনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারে আগামীকাল শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। মোট ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে এই দফায়। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পাটনা, বৈশালী, নালন্দা, ভোজপুর, মুঙ্গের, সারন, সিওয়ান, গোপালগঞ্জ ও মুজাফফরপুরসহ মোট ১৮টি জেলার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হবে। ভোট পর্যবেক্ষণে ৪৫ হাজার ৩৪১টি বুথ থেকেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে সব বুথে। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ৯২৬টি ‘অল-উইমেন ম্যানেজড বুথ’ গঠন করা হয়েছে। এছাড়া ১০৭টি বুথ পরিচালনা করবেন প্রতিবন্ধী (দিব্যাং) কর্মীরা। ভোটারবান্ধব পরিবেশ তৈরিতে ৩২০টি মডেল বুথেও বিশেষ সুবিধা রাখা হয়েছে।

ভোট চলাকালীন যেকোনো অভিযোগের জন্য রাজ্য নির্বাচনী দফতরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফোন নম্বর ০৬১২-২৮২৪০০১ এবং ফ্যাক্স ০৬১২-২২১৫৬১১-এ অভিযোগ জানানো যাবে। এছাড়া ceo_bihar@eci.gov.in ও ceobihar@gmail.com ইমেল ঠিকানায় অভিযোগ পাঠানো যাবে।

ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নিরাপত্তাজনিত কারণে সিমরি বখতিয়ারপুর, মহিষি, তারাপুর, মুঙ্গের, জামালপুর এবং সুর্যগড়হা আসনের ৫৬টি বুথে ভোট শেষ হবে বিকেল ৫টায়।

এই দফায় মোট ১,৩১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ১২২ জন নারী প্রার্থী। প্রায় ৩.৭৫ কোটি ভোটার তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন।

এনডিএ জোটের মধ্যে জেডিইউ ৫৭টি, বিজেপি ৪৮টি, এলজেপি (রামবিলাস) ১৪টি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা ২টি আসনে লড়ছে। অন্যদিকে মহাগঠবন্ধনে আরজেডি ৭৩টি, কংগ্রেস ২৪টি এবং সিপিআই(এমএল) ১৪টি আসনে প্রার্থী দিয়েছে। বিকাশশীল ইনসান পার্টি ৫টি, সিপিএম ও সিপিআই তিনটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নতুন গঠিত ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি (IIP) ৩টি আসনে লড়ছে, আর প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি লড়ছে ১১৯টি আসনে। রাজাপাকার, বাচওয়ারা, বেলদৌর, গৌরা বরাম ও বিহার শরিফে মহাগঠবন্ধনের অন্তর্গত দলগুলির মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে।

প্রথম দফাতেই ভোট হবে একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণে। বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহার পাশাপাশি রাজ্যের ১৬ জন মন্ত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে এই পর্বের ফলাফলের ওপর। অন্যদিকে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী প্রসাদ যাদব রাঘোপুর কেন্দ্র থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচনে লড়ছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service