জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এর আগেও গিয়েছিলেন। আবারও অধিকৃত ইউক্রেনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিদর্শন করলেন যুদ্ধরত রাশিয়ান সেনা সদর দফতর। হেলিকপ্টারে করেই রাশিয়া থেকে তিনি অধিকৃত ইউক্রেনে যান।মঙ্গলবার ভোরে অধিকৃত ইউক্রেনে গিয়ে তিনি পরিদর্শন করেন দক্ষিণ খেরসন অঞ্চলের রাশিয়ান সেনাবাহিনীর কম্যান্ড পোস্ট।সামরিক কর্তাদের সঙ্গে দেখা করে কথাও বলেন তিনি। জানা গিয়েছে, তিনি কথা বলেছেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। এরপরেই তিনি যান পূর্ব লুহানস্ক অঞ্চলের রাশিয়ান ন্যাশন্যাল গার্ডের সদর দফতর। দু’ই দফতরে গিয়েই তিনি শুভেচ্ছা জানান অর্থোডক্স ইস্টারের। এর আগে গত ১৮ মার্চ রাশিয়া অধিকৃত ইউক্রেনের মারিউপোলেও গিয়েছিলেন পুতিন। সেবারেও হেলিকপ্টারে করে ইউক্রেনে গিয়েছিলেন তিনি। তারপরে গাড়িতে করে সমস্ত এলাকা পরিদর্শন করেছিলেন তিনি। কথা বলেছিলেন স্থানীয়দের সঙ্গেও। দু’বারের সফরেই তিনি ছিলেন অনেকটাই ধীর ও গম্ভীর। অত্যন্ত প্রয়োজনে সামান্য কথা বলেছেন।
বিশ্ব
ইউক্রেনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
- by janatar kalam
- 2023-04-18
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this