জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিলোনিয়া রেল স্টেশনে একজন নাইজেরিয়ান নাগরিককে সন্দেহজনক অবস্থায় আটক করল বিএসএফ। ধৃত ব্যক্তির নাম ফ্রান্সিস ওডোকো। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ, যার মধ্যে তিনটি অ্যান্ড্রয়েড ও একটি কিপ্যাড মোবাইল রয়েছে।জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ বিলোনিয়া রেল স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ওই নাইজেরিয়ান।
তখন ৪৩ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে বিলোনিয়া থানায় হস্তান্তর করলে থানার পুলিশ বিষয়টি জিআরপি থানার আওতাধীন হওয়ায় তাকে জিআরপি পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেয়।
সেই মোতাবেক শনিবার ফ্রান্সিসকে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ফ্রান্সিস জানায়, সে ২০১৯ সালে ভারতে প্রবেশ করে এবং সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল। ২০২১ সালে চণ্ডীগড় পুলিশ তাকে এক সাইবার অপরাধ মামলায় গ্রেফতার করে এবং প্রায় তিন বছর চণ্ডীগড় জেলেকাটাতে হয় তাকে।
২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে অবস্থান করছিল সে। ফ্রান্সিস আরো জানায়, বর্তমানে তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়ায় রয়েছে। সে নিজের দেশে ফেরার পরিকল্পনায় ছিল এবং এক নাইজেরিয়ান বন্ধুর পরামর্শে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যেতে চেয়েছিল। সেই উদ্দেশ্যে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে আসে এবং পরিকল্পনা ছিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার।
অন্যদিকে এই ব্যাপারে জিআরপি থানার ওসি মৃণাল কান্তি ভৌমিক জানান, ধৃত নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং পাসপোর্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে এদিন বিলোনিয়া আদালতে তোলা হয়েছে।
Leave feedback about this