জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বিলোনিয়া থানাধীন চিন্তামারা এলবণা এলাকায় পুকুরে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে পাঁচ বছরের এক শিশুর। মৃত শিশুটির নাম শুভম দাস।
জানা গেছে, শুভম জন্মগতভাবে মুক ও বধির ছিল। প্রতিদিনই তাকে বাঁধা অবস্থায় রাখা হতো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু ঘটনার দিন পরিবারের সদস্যরা কিছু সময়ের জন্য তাকে ছেড়ে দিয়েছিলেন। শুভম বাড়ির আঙিনায় খেলছিল। সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করলে দ্রুত উদ্ধার করে বিলোনিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শুভমকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন জানান, শিশুটি মুক ও বধির হওয়ার কারণে তাকে সব সময় নজরে রাখতে হতো। কিন্তু সেদিন সামান্য অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে। শুভমের বাবা পেশায় মৃৎশিল্পী হওয়ায় কাজে ব্যস্ত থাকেন, এদিনও তিনি কাজে ছিলেন।
মর্মান্তিক এই ঘটনায় চিন্তামারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ বর্তমানে বিলোনিয়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave feedback about this