2025-05-15
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিদ্যুৎ নিগমের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন অজুহাতে গ্রাহকদের পকেট কাটছে রাজা বিদ্যুৎ নিগম। তার উপর পরিষেবার মান দিন দিন তলানিতে। এই অবস্থায় সোচ্চার হয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসেসিয়েশন। বিদ্যুৎ নিগমের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে অবিলম্বে তা দূর করার লক্ষ্যে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

পরবর্তীতে দাবিগুলির সমর্থনে এমডির নিকট ডেপুটেশন দেন তারা। তাদের দাবি গুলি হল, মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ, ডিউটি চার্জ সহ বিভিন্ন বাড়তি চার্জ নেওয়া বন্ধ করতে হবে এটিও ডি ট্যারিফ সহ স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। 

কর্পোরেশনের যেসমস্ত কাজ আউটসোসিং করা হয়েছে এবং যে সমস্ত ডিভিশন/সাব ডিভিশন বেসরকারী সংস্থার হাতে আছে সেগুলি কর্পোরেশনের হাতে ফিরিয়ে আনতে হবে। কর্পোরেশনকে প্রয়োজনীয় সংখ্যক ছালয়ী মিটার রিডর, লাইন ম্যান নিয়োগ করতে হবে। পুরাতন পরিবাহী লাইনের দ্রুত সংস্কার করতে হবে।

পুরনো ট্রান্সমিটার গুলি পরিবর্তন করতে হবে। লোড শেডিং, লো ভল্টেজ, বিনা সতর্ককতায় সরবরাহ বন্ধ এইসব সমস্যা দূর করতে হবে। দাবি গুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানায় ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service