জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেশিরভাগ অভিভাবকরাই এখন চান ছেলেমেয়েদের ইংরেজি শিখায় শিক্ষিত করতে। রাজ্য সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পে ১০০টি স্কুলকে ইংরেজিমাধ্যম করেছে। অথচ সময়ের সঙ্গে না এগিয়ে উল্টো পথে হাঁটছে স্থাত্মন্দ্র এর মতো একটি ছাত্র সংগঠন। তাদের দাবি বিদ্যাজ্যোতি প্রবন্ধা সম্পূর্ণ বাতিল করতে হবে। এই উদ্ভট দাবির পিছনে কি যুক্তি তা তারাই বলতে পারবেন।
যদিও তাদের অন্য দাবিগুলি অবশ্য শিক্ষার্থীদের স্বার্থ সম্পর্কিত। উপযুক্ত সংখ্যাক শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, সর্বস্তরে শিক্ষার ফি মুকুব করতে শুক্রবার মোট ৫ দফা দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেন বটতলায়। তার পর শিক্ষা ভবনে ডেপুটেশন দেন মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে। হাতে গনা কয়েকজন কর্মীকে নিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃত্ব রামপ্রসাদ আচার্য।
Leave feedback about this