জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির শাসনে যুবাসের ভবিষ্যৎ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। যুবাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। অগ্নিনির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে সরব যুব কংগ্রেস। একবার ইন্টারভিও নেয়া এবং অফার বণ্টনের সময় আসলে তা বাতিলকরে দেবার প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করলো তারা।
আর ওই বিক্ষোয় মিছিলকে ঘিরে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধন্তি হয়। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে সোমবার সরব হয় যুব কংগ্রেস। নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুষ্ঠু তদন্তের দাবিতে রাজপথে বিক্ষোয় মিছিলে সামিল হয়েছে সংগঠনের নেতা কর্মীরা।
এদিন মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফায়ার সার্ভিস অফিস এলাকায় যেতেই পুলিশ মিছিলটি বাধা দেয়। আর পুলিশের সঙ্গে সেখানে বাকবিতণ্ডা শুরু হয় যুব কংগ্রেসের নেতা কর্মীদের দেখে। বিক্ষোভ কারীরা সেখানে বসে পড়েন। এদিন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, প্রতিনিয়ত বিজেপি সরকারের নিশানায় রয়েছে সমাজের যুবকরা।
সরকারের তরফ থেকে প্রত্যেকবার চাকরী দেওয়া হবে বললেওমাঝপথে চাকরীর নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। তাতে যুবাদের অবিষ্যৎ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এককথায়, যুবাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। উল্লেখ্য ২০২২ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসের পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। ফিজিক্যাল ও রিটেন পরীক্ষাও শেষ। অফার বন্টনের সময় আসতেই তা বাতিল করে দেয় সরকার। কেননিয়োগ প্রক্রিয়া বাতিলকরা হলো তারও স্পষ্টীকরন দেয়নি প্রশাসন।
এদিনের কর্মসূচী ঘিরে যুব কংগ্রেস কর্মীদের অনেকটা উজ্জীবিত দেখা গেছে। আন্দোলনে অংশগ্রহণকারী যুব কংগ্রেসের যুবা কর্মীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন ধরেই বেকার এবং চাকরি ইস্যুতে রাজ্যের বিরোধী দলগুলি সরকারকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে আনছে। বাম যুবাদের কর্মসুচীর পর এবার ময়দানে নেমেছে খুব কংগ্রেসও।
Leave feedback about this