2025-11-15
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বিজেপি থেকে বহিষ্কৃত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর.কে. সিং

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতা আর.কে. সিংকে ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে। দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও একাধিকবার নেতৃত্বের সিদ্ধান্তের প্রকাশ্য সমালোচনা করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

কয়েকদিন ধরে আর.কে. সিং এনডিএ এবং বিজেপি নেতৃত্বের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে আপত্তি জানাচ্ছিলেন। তার পরেই দল কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

এছাড়া দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগে আরও দু’জন পদাধিকারীকেও সাসপেন্ড করা হয়েছে। কাটিহার এলাকার আইন পরিষদের সদস্য (এমএলসি) অশোক আগরওয়াল এবং কাটিহারের মেয়র উষা আগরওয়ালকেও দল থেকে বরখাস্ত করা হয়েছে।

অশোক আগরওয়ালের ছেলে সৌরভ আগরওয়াল বিজেপির অফিসিয়াল প্রার্থী তারকেশ্বর প্রসাদের বিরুদ্ধে কাটিহার বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন। তিনি মহাগঠবন্ধনের শরিক বিকাশशील ইনসান পার্টি (ভিআইপি)-এর টিকিটে নির্বাচন লড়েন। এই ঘটনাকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ হিসেবে দেখা হয়েছে।

বিজেপি নেতৃত্বের দাবি, দলবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না, তাই একযোগে এই পদক্ষেপ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service