জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরায় সীমান্ত পেরিয়ে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বিএসএফ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবিবার গভীর রাতে সেপাহিজলা জেলার কালামচৌড়া থানার অন্তর্গত মধ্য বক্সনগর এলাকায় যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ১৬ কেজি ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা।
বিএসএফ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয় এক মহিলার বাড়িতে মাদক মজুত করা হয়েছে— এমন খবর পাওয়ার পর বিএসএফ ও এনসিবির যৌথ দল রাত ১১টা ১০ মিনিট থেকে ভোর ২টা পর্যন্ত তল্লাশি অভিযান চালায়।
তল্লাশির সময় লিপিয়ারা খাতুন (৩৩) নামে এক মহিলার বাড়ির রান্নাঘরের মাটির নিচে পোঁতা অবস্থায় বাদামী টেপে মোড়া ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলি খুলে দেখা যায়, ভিতরে রয়েছে প্রায় ১.৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ১৬ কেজি।
বিএসএফের এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা। বাড়ির মালিক লিপিয়ারা খাতুনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাজেয়াপ্ত মাদকসহ এনসিবি, আগরতলার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ রুখতে তাদের এই যৌথ অভিযান চলমান থাকবে। সংস্থাটি আশ্বাস দিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে অবৈধ মাদক ও চোরাচালান রোধে তারা সর্বদা তৎপর থাকবে।
Leave feedback about this