জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশের ক্রিকেটে নেমে এসেছে গভীর সংকট। ক্রিকেটারদের কল্যাণ সংস্থা, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CWAB), বুধবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম এর তৎক্ষণাৎ পদত্যাগ দাবি করেছে। তারা হুমকি দিয়েছে, নাজমুল পদত্যাগ না করলে আজই সব ক্রিকেট কার্যক্রমে সম্পূর্ণ বয়কট শুরু হবে।
অত্যন্ত জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, দুপুর ১টার মধ্যে নাজমুল পদত্যাগ না করলে সকল ক্রিকেট কার্যক্রম—including বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)—স্থগিত করা হবে। এদিন ঢাকা আঞ্চলিক মাঠে চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস ম্যাচের আগে এই হুমকি জানানো হয়।
এই সংঘাতের সূত্রপাত নাজমুলের এমন মন্তব্য থেকে, যা ব্যাপক সমালোচিত হয়েছে। তিনি বলেছিলেন, যদি বাংলাদেশ ICC Men’s T20 World Cup এ অংশ না নেয়, তাহলে খেলোয়াড়দের ক্ষতিপূরণের অধিকার নেই এবং আন্তর্জাতিক পারফরম্যান্স খারাপ হলে বোর্ড খেলোয়াড়দের কাছ থেকে ফেরত দাবি করতে পারবে। মিঠুন বলেন, এই মন্তব্য ক্রিকেট পরিবারকে গভীরভাবে আঘাত করেছে এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই তারা নাজমুলের পদত্যাগের পাশাপাশি সার্বজনীন ক্ষমা প্রার্থনা ও BCB সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর দ্বারা কার্যকর পদক্ষেপও দাবি করেছেন।
এই বিতর্ক ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে BCB দ্রুত ব্যবস্থা নিয়েছে। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, নাজমুলের মন্তব্য অযথা, আক্রমণাত্মক বা আহত করার মতো ছিল এবং এগুলো বোর্ডের অফিসিয়াল অবস্থান প্রকাশ করে না। বোর্ড জানিয়েছে, এই মন্তব্য ব্যক্তিগত পর্যায়ে করা হয়েছে এবং সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এখনও কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হয়নি।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনায় বোর্ডের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি খেলোয়াড়দের সাথে বোর্ডের সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।


Leave feedback about this