2025-10-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

বচসা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেশাগ্রস্ত যুবতির হাতে গুরুতর রূপা দেববর্মা!

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-চাঞ্চল্য ছড়িয়েছে বোধজংনগর থানার অন্তর্গত বণিক্য চৌমুহনী শান্তিপাড়া পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় এক যুবতির হাতে গুরুতরভাবে আক্রান্ত হলেন অপর এক মহিলা। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জিবি হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপাড়া এলাকার সুধাংশু দাসের বাড়িতে ভাড়া থাকতেন রূপা দেববর্মা ও রিয়া (সুখরানী) দেববর্মা। তারা আলাদা ঘরে থাকলেও একই বাড়িতে বাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে, যা মুহূর্তের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।

অভিযোগ, ২৫ বছরের রিয়া দেববর্মা লাঠি ও ঘুষি-ঘুষিতে রূপাকে মারধর করে গুরুতরভাবে জখম করেন। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা রক্তাক্ত অবস্থায় রূপা দেববর্মাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত রিয়াকে পুলিশ আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় রিয়া নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। রিয়ার দাবি, তারা দু’জনেই একসাথে মদ্যপান করেছিলেন। বর্তমানে ঘটনাটি নিয়ে বোধজংনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

রূপা দেববর্মার বাড়ি মান্দাই এলাকায়, আর অভিযুক্ত রিয়ার বাড়ি আমবাসায় বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service