2025-12-02
Ramnagar, Agartala,Tripura
খেলা রাজ্য

ফুটবলের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার: টি.এফ.এ-র লাইফটাইম মেম্বার সংবর্ধনায় মুখ্যমন্ত্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ফুটবল শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, দলগত মানসিকতা ও কর্মনিষ্ঠার মতো মূল্যবোধ গড়ে তোলে। আর সেই কারণেই ফুটবলসহ সামগ্রিক ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

মঙ্গলবার আগরতলার সোনারতরী হোটেলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (টি.এফ.এ)-এর নতুন নির্বাচিত ৮০ জন লাইফটাইম মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এই কথা জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীসহ অতিথিবৃন্দ নতুন সদস্যদের হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দেন।

মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরা আজ ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাইরের রাজ্য থেকেও ক্রীড়াবিদরা ত্রিপুরার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন সম্পর্কে স্বীকৃতি দিচ্ছেন। ফুটবলের উন্নতিতে সিন্থেটিক টার্ফ নির্মাণ, দিবা-রাত্রি ম্যাচ আয়োজন, জনজাতি সম্প্রদায়ের তরুণ-তরুণীদের মধ্যে খেলাধুলার প্রতি ক্রমবর্ধমান আগ্রহ—এসবই সরকারের ইতিবাচক মনোভাবের ফল।”

তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আরও বলেন, নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলাপরায়ণ জীবনই সাফল্যের চাবিকাঠি। তিনি উল্লেখ করেন, খেলাধুলা মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন ক্রীড়া প্রকল্প—মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিভাশালী ক্রীড়াবিদ প্রকল্পের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, “ত্রিপুরায় ক্রীড়া ক্ষেত্রে বিপ্লব এসেছে। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া—সবক্ষেত্রেই ত্রিপুরা আজ এগিয়ে। এখন আর অর্থের অভাবে কোনো প্রতিভাই থমকে যায় না।”

তিনি জানান, রাজ্যে বর্তমানে ১৩টি সিন্থেটিক টার্ফ রয়েছে এবং আরও ১৫টি ঘাসের মাঠ তৈরির কাজ চলছে। ক্রীড়াবিদদের জন্য কোচিং, ইনসুরেন্স ও উন্নত অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, টি.এফ.এ-র সভাপতি প্রণব সরকার, পেট্রন রতন সাহা সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রী টি.এফ.এ.-র সার্বিক সাফল্য কামনা করে বলেন, “ত্রিপুরার ফুটবলকে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার ও অ্যাসোসিয়েশন হাতে হাত মিলিয়ে কাজ করে যাবে।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service