2025-10-13
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

প্রশান্ত কিশোরের নেতৃত্বে জন সুরাজ পার্টির ৬৫ প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রশান্ত কিশোরের নেতৃত্বে জন সুরাজ পার্টি আজ বিহার বিধানসভা নির্বাচনের জন্য ৬৫ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। এর আগে পার্টি ৫১ জন প্রার্থীর নাম প্রকাশ করেছিল।

পাটনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর জানান, প্রার্থী নির্বাচনে সমাজের সব শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভগালপুর আসন থেকে পার্টি ৭৪ বছর বয়সী অভয়কান্ত ঝাকে মনোনয়ন দিয়েছে। প্রার্থীদের তালিকায় শুধু সামাজিক সমতা নয়, বিভিন্ন পেশার পেশাজীবীরাও স্থান পেয়েছেন।

জন সুরাজ পার্টি নির্বাচনে এই বৈচিত্র্যময় প্রার্থী তালিকার মাধ্যমে সমাজের সব অংশকে প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service