জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মেগা রক্তদান শিবির আয়োজিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে আইটিও, নিউ দিল্লিতে রক্তদান করেছেন। অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদ এক দিনে তিন লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যে সারা দেশে সাত হাজার রক্তদান শিবিরের আয়োজন করেছে।
স্বাস্থ্য রাজ্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলও এই শিবিরে উপস্থিত থেকে সংগঠনের উদ্যোগকে প্রশংসা করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতিকে মানুষের সেবার মাধ্যমে রূপান্তরিত করেছেন।
Leave feedback about this