জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ঘোষণা করেছেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ভারতের প্রতিটি প্রান্তে দেশের মানুষের জন্য ‘সেবা পক্ষব্রত’ আয়োজন করবে বিজেপি। এই বিশেষ কর্মসূচির উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনে, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর।
ভূপেন্দ্র যাদব বলেন, “প্রধানমন্ত্রী মোদী দেশের রাজনীতিতে পরিষেবা ও পরিচ্ছন্নতার মতো মৌলিক মূল্যবোধকে সামনে এনেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুর্যোগ, সংকট ও মহামারীর সময় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে সেবার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “দূরবর্তী গ্রাম থেকে শুরু করে দেশের প্রত্যেক কোণে পরিষ্কার পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রকৃতির সংরক্ষণে প্রধানমন্ত্রী মোদীর সংবেদনশীলতার কারণে ভারত এখন পরিবেশ সংরক্ষণের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে।”
সেবা পক্ষব্রত উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ সক্রিয়ভাবে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিষেবা ও পরিচ্ছন্নতার মতো মূল বিষয়গুলোকে সামনে রেখে জনগণের কল্যাণে বিশেষ কর্মসূচি পরিচালিত হবে। এই উদ্যোগ দেশের সামাজিক উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
Leave feedback about this