2024-12-19
agartala,tripura
ধর্ম রাজ্য

প্রথা রীতি মেনে রাজ্যেও হয় ছট পূজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথা রীতি মেনে রাজ্যেও হয় ছট পূজা। বৃহস্পতিবার সূর্যদেব ও ছট মাকে অর্ঘ্য প্রদানের মধ্যে দিয়ে ছট পুজোয় ব্রতী হলেন হিন্দিভাষী মানুষ। এই পার্বণ দেশের বিভিন্ন রাজ্য সহ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে হয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর চারদিনের এই ব্রত শুরু হয় কার্তিক শুক্ল চতুর্থী থেকে।

চলে সপ্তমী অবধি। মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার দরুন একে ছট বলা হয়। পুকুর কিংবা নদীর ঘাটে গিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সূর্যদেবকে অর্ঘ্য প্রদানের মধ্যে দিয়ে পুজোর মূল অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার বিকালে। এই ছট পুজো রাজ্যের বিভিন্ন স্থানের সাথে আগরতলাতেও পালিত হয়।আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ছট পূজাকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা করা হয় রানীর পুকুরে।

উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের মুখ্যসচিব জেকে সিনহা সহ অন্যান্যরা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছট পূজা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা কামনা করেন। একই সাথে সূর্য দেবতার কাছে সকলের সুখ সমৃদ্ধি কামনা করেন। ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service