2026-01-26
Ramnagar, Agartala,Tripura
দেশ

প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা অমিত শাহের, কার্তব্য পথে গর্জে উঠল সামরিক ক্ষমতা

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ দেশজুড়ে অত্যন্ত গৌরব ও মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি দেশের স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনাকারী সংবিধান প্রণেতাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ এক বার্তায় অমিত শাহ বলেন, “সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র দিনে দেশের সকল স্বাধীনতা সংগ্রামী ও শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনাকারী সংবিধান নির্মাতাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আসুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সাংবিধানিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে ‘উন্নত ভারত’ গড়ার সংকল্প নিই।”

অন্যদিকে, আজ সোমবার রাজধানী দিল্লির কার্তব্য পথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের আধুনিক সামরিক শক্তির এক বর্ণাঢ্য প্রদর্শন দেখা যায়। কুচকাওয়াজে ডিআরডিও-র তৈরি লং রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল (LR-AShM), ব্রহ্মোস, আকাশ অস্ত্র ব্যবস্থা এবং সম্পূর্ণ দেশীয় লেজার অস্ত্র ‘সূর্যাস্ত্র’ প্রদর্শিত হয়।

কুচকাওয়াজে অপারেশন সিন্দুর-এর ট্যাবলো বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। আকাশপথে প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন অবতরণ দর্শকদের মুগ্ধ করে। এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসে সূর্যাস্ত্র-সহ একাধিক নতুন স্বদেশি অস্ত্রের প্রদর্শন করা হয়। একই সঙ্গে এমআই-১৭ হেলিকপ্টার থেকে দর্শক ও বিশিষ্ট অতিথিদের উপর পুষ্পবৃষ্টি অনুষ্ঠানের পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।

প্যারেডে ভারতীয় সেনাবাহিনীর আধুনিক কামান ব্যবস্থারও প্রদর্শন হয়। এর মধ্যে ছিল ধনুষ ১৫৫ মিমি, ৪৫ ক্যালিবার টোড আর্টিলারি গান এবং অমোঘ অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম (ATAGS)। আকাশে রাফাল যুদ্ধবিমান কার্তব্য পথের উপর দিয়ে উড়ে যায়, পাশাপাশি অ্যাপাচে হেলিকপ্টার কুচকাওয়াজে অংশ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

বিশেষভাবে নজর কাড়ে হেলিকপ্টার ফরমেশন। গরুড় ফরমেশনে অ্যাপাচে এবং প্রহার ফরমেশনে রুদ্র হেলিকপ্টার আকাশে উড়ে দর্শকদের উচ্ছ্বাস চরমে পৌঁছে দেয়। করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো কার্তব্য পথ। গরুড় ফরমেশনে উড়তে থাকা অ্যাপাচে AH-64E হেলিকপ্টার কুচকাওয়াজের অন্যতম বড় আকর্ষণ হয়ে ওঠে। এই দৃশ্য মনোযোগ দিয়ে উপভোগ করতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

প্রজাতন্ত্র দিবস ভারতের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। ২৬ জানুয়ারি ১৯৫০ সালে এই দিনেই ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই থেকে প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছর এই ঐতিহাসিক দিবসের ৭৭তম বর্ষপূর্তি।

প্রজাতন্ত্র দিবস ২০২৬-এর থিম ‘বন্দে মাতরমের ১৫০ বছর’। এই থিমকে সামনে রেখে মোট ৩০টি ট্যাবলো প্রদর্শিত হয়—এর মধ্যে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৩টি কেন্দ্রীয় মন্ত্রক, দপ্তর ও পরিষেবার পক্ষ থেকে উপস্থাপিত হয়।

সমগ্র অনুষ্ঠানজুড়ে স্পষ্ট হয়ে ওঠে স্বদেশি শক্তি, সামরিক সক্ষমতা ও ঐক্যবদ্ধ ভারতের অগ্রযাত্রা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service