2025-10-27
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

পূর্ব এশিয়া সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ‘জিরো টলারেন্স’-এর আহ্বান জয়শঙ্করের

জনতার কলম ওয়েবডেস্ক :- কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২০তম পূর্ব এশিয়া সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সন্ত্রাসবাদ এখনও বিশ্বশান্তি ও স্থিতিশীলতার অন্যতম বড় হুমকি। তাই এর বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার কোনোভাবেই খর্ব করা যায় না।”

ড. জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হয়ে এই বৈশ্বিক সঙ্কটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত আসিয়ান (ASEAN)-এর ‘ইন্দো-প্যাসিফিক আউটলুক’-এর সঙ্গে সঙ্গতি রেখে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঘোষণা করেন, ২০২৬ সালকে ‘আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষ’ হিসেবে পালন করা হবে।

ইউক্রেন ও গাজার চলমান সংঘাতের প্রসঙ্গে তিনি গাজার শান্তি পরিকল্পনাকে স্বাগত জানান এবং ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন।

আঞ্চলিক সংযোগ প্রসঙ্গে জয়শঙ্কর জানান, এ বছরের মার্চ মাসে মিয়ানমারে ভূমিকম্পের সময় ভারত প্রথমে সাহায্যের হাত বাড়িয়েছিল। পাশাপাশি তিনি ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পূর্ব এশিয়া সম্মেলন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এবং ভারত এটির মূল্য গভীরভাবে উপলব্ধি করে।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service