জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া। দিন দু’য়েক আগেই পিসিবি ক্রিকেটারদের সঙ্গে নতুন সেন্ট্রাল চুক্তি করেছে। তাতে বেতন বেড়েছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। মুদ্রাস্ফীতির কারণে পাকিস্তানে বেসামাল অবস্থা। তারপরও ক্রিকেটারদের দাবি মেনে বেতন বাড়াল পিসিবি।এবার পাক ক্রিকেট দলে নিযুক্ত হল নতুন প্রধান নির্বাচক। যদিও তিনি এই দায়িত্বে নতুন নন। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক হবেন পিসিবির প্রধান নির্বাচক। আজ, ৭ অগস্ট সেই খবরেই সিলমোহর দিল পিসিবি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক এর আগে ২০১৬-২০১৯ সাল অবধি পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। ফের একবার ইনজির উপর আস্থা রাখল পিসিবি। আসন্ন এশিয়া কাপ এবং এ বছরের ওডিআই বিশ্বকাপের জন্য পাক ক্রিকেট দল বাছবেন ইনজামাম উল হক।
খেলা
পাক ক্রিকেট দলে নিযুক্ত হল নতুন প্রধান নির্বাচক ইনজামাম উল হক
- by janatar kalam
- 2023-08-07
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this