2025-09-19
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পর্যটন শিল্প আগামীদিনে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রাজ্যের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করতে পথ দেখাবে পর্যটনমন্ত্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-পর্যটন শিল্প আগামীদিনে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রাজ্যের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করতে পথ দেখাবে। পর্যটনের মাধ্যমে ত্রিপুরাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হবে। এর পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। আজ বিধানসভায় বিধায়ক দীপক মজুমদার আনীত একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। বিধায়ক দীপক মজুমদার আনীত প্রস্তাবটি ছিল ‘এই বিধানসভা প্রস্তাব করছে যে, ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের অবকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আরও বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করুক’। আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ঊনকোটি পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে পর্যটন দপ্তর বিশেষ গুরুত্ব দিয়েছে। ঊনকোটির কাছেই সোনামুখী নামক স্থানে ৭২ কোটি টাকা ব্যয়ে পর্যটন পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। নারকেলকুঞ্জের আধুনিকীকরণ করা হয়েছে। সেখানে লগ হাট তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। চোত্তাখলায় মৈত্রী উদ্যানে বিশ্রামাগার, খাবার জায়গা, শৌচালয় তৈরি করা হয়েছে। এই ব্যবস্থাগুলি আগে ছিল না। রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যটক আবাসগুলির আধুনিকীকরণ করা হয়েছে। তিনি বলেন, রাজ্যের পর্যটন সহায়ক প্রকল্পগুলির মাধ্যমে যুবক যুবতীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকাঠামোর উন্নতি করতে পারলে বহিরাজ্যের পর্যটকগণও আরও বেশি করে রাজ্যে আসবেন। তাতে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ আরও শক্তিশালী হবে।

বিধানসভায় প্রস্তাবটি উত্থাপন করে বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্যে পর্যটন শিল্পের বিকাশের বিরাট সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছে। স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি সাজিয়ে তোলার কাজ চলছে। পর্যটক আবাসগুলির আধুনিকীকরণ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিগত সরকারের সময়ে পর্যটন শিল্পকে গুরুত্ব দেওয়া হয়নি। প্রস্তাবের উপর আলোচনা করেন বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ ও বিধায়ক দীপঙ্কর সেন। আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service