জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দক্ষিণ জেলায় গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলির মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে ছেলেমেয়েদের নেশা আসক্তি থেকে দূরে রাখতে এবং তাদের খেলাধুলার প্রতি মনোযোগ বাড়াতে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে বিলোনীয়া পুরাতন টাউনহলে জেলার ১০০টি গ্রামপঞ্চায়েত ও ৭০টি ভিলেজ কমিটির মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়িকা স্বপ্না মজুমদার।
উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও বিএসি’র চেয়ারম্যানগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ ছেলেমেয়েদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি আগ্রহী হবার আহ্বান জানিয়ে তাদের নেশা ও বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পরামর্শ দেন। যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য অভিভাবক তথা সমাজ সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। নেশা ও বাল্যবিবাহ সমাজ থেকে পুরোপুরি উচ্ছেদের উপর তারা গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া আধিকারিক মিহির শীল। অতিথিগণ গ্রামপঞ্চায়েত ও ভিলেজ কমিটির সদস্যদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন। জিলা পরিষদের পঞ্চায়েত উন্নয়ন তহবিলের অর্থে প্রতিটি পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে ফুটবল, ভলিবল ও ভলিবল নেট প্রদান করা হয়। এতে মোট ব্যয় হয়েছে ৭ লক্ষ ৩ হাজার ৮০০ টাকা।
Leave feedback about this