জনতার কলম ওয়েবডেস্ক :- ইউনিয়ন বাজেট ২০২৬–২৭ প্রস্তুতি: ব্যাংকিং-আর্থিক পরিষেবা ও বিমা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে প্রি-বাজেট বৈঠক করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আসন্ন কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর প্রস্তুতির অংশ হিসেবে আজ নয়া দিল্লিতে ব্যাংকিং, আর্থিক পরিষেবা ও বিমা (BFSI) খাতের বিশেষজ্ঞদের সঙ্গে সপ্তম প্রি-বাজেট পরামর্শ বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি, অর্থ মন্ত্রকের অর্থ বিষয়ক দফতরের সচিব, কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা।
এর আগে গতকাল অর্থমন্ত্রী স্টার্ট-আপ ইকোসিস্টেম ও পুঁজিবাজারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রতি বছর বাজেটের আগে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা, অর্থনীতিবিদ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ-সভা করে থাকে। এই আলোচনা-পর্বের লক্ষ্য—বাজেটে বিভিন্ন ক্ষেত্রের অভিমত প্রতিফলিত করা এবং দেশের প্রধান অর্থনৈতিক অগ্রাধিকারের দিকগুলোকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া।





Leave feedback about this