2025-05-13
Ramnagar, Agartala,Tripura
দেশ নির্বাচন

নির্বাচন কমিশনের সঙ্গে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিনিধিদলের বৈঠক

জনতার কলম ওয়েবডেস্ক :- নির্বাচন সদনে আজ সভাপতি কর্নাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার, ড. সুখবীর সিং সান্ধু এবং নির্বাচন কমিশনার ড. বিবেক যোশীর সঙ্গে মতবিনিময় হয়েছে। বিভিন্ন জাতীয় এবং রাজ্যস্তরীয় রাজনৈতিক দলগুলির সভাপতিদের সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের যে মতবিনিময় হচ্ছে আজকের বৈঠক ছিলো তারই অঙ্গ।

এই মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় এবং রাজ্য দলের সভাপতিগণ তাদের পরামর্শ ও উদ্বেগ সরাসরি কমিশনের কাছে তুলে ধরতে পারছেন, যার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিলো। বর্তমানে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে সমস্ত অংশীদারদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়াকে কিভাবে আরও শক্তিশালী করে তোলা যায় সে সম্পর্কে নির্বাচন কমিশনের খোলামেলা দৃষ্টিভঙ্গির সঙ্গে এই ধরনের মতবিনিময় অনুষ্ঠান সঙ্গতিপূর্ণ।

এর আগে ৬ মে, ২০২৫ দলীয় সভাপতি কুমারী মায়াবতীর নেতৃত্বে বহুজন সমাজ পার্টি (বি.এস.পি.), ৮ মে, ২০২৫ দলীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং ১০ মে, ২০২৫ সাধারণ সম্পাদক এম.এ. বেবির নেতৃত্বে সি.পি.আই (এম.)-র প্রতিনিধিদের সাথে কমিশনের মতবিনিময় হয়েছিলো। এর আগে সবমিলিয়ে ৪,৭১৯টি সর্বদলীয় বৈঠক করা হয়েছে।

মুখ্য নির্বাচন আধিকারিকগণ (সি.ই.ও.) ৪০টি, জেলা নির্বাচন আধিকারিকগণ (ডি.ই.ও.) ৮০০টি এবং ইআর.ও.-রা ৩,৮৭৯টি বৈঠক করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ২৮ হাজারেরও বেশি প্রতিনিধিগণ এই বৈঠকগুলিতে অংশ নিয়েছেন। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।,

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service