জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অসমের ডিব্রুগড় জেলার নামরুপে ১০,৬০১ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে সার উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। প্রস্তাবিত এই কারখানায় বছরে ১২.৭ লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সার কারখানা শুধু অসমের চাহিদাই পূরণ করবে না, বরং পার্শ্ববর্তী রাজ্যগুলিকেও সার সরবরাহ করবে। পাশাপাশি, বিদেশ থেকে সার আমদানির উপর নির্ভরতা কমবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং গোটা অঞ্চলের শিল্পোন্নয়নে অনুঘটকের ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, নামরুপের পুরনো সার কারখানাগুলির প্রযুক্তি বহু আগেই অচল হয়ে পড়েছিল। কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার এই সমস্যার সমাধানে কোনও উদ্যোগ নেয়নি। ফলে একের পর এক ইউনিট বন্ধ হয়ে যায়। তিনি বলেন, কংগ্রেসের তৈরি করা সেই সমস্যাগুলির সমাধান আজ ডাবল ইঞ্জিন সরকার করছে।
তিনি আরও জানান, ২০১৪ সালে দেশে মোট ইউরিয়া উৎপাদন ছিল মাত্র ২২৫ লক্ষ মেট্রিক টন। গত ১০-১১ বছরের নিরলস পরিশ্রমের ফলে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০৬ লক্ষ মেট্রিক টনে।
এর আগে আজ প্রধানমন্ত্রী গুয়াহাটির পশ্চিম বরাগাঁওয়ে অবস্থিত স্বহীদ স্মারক ক্ষেত্রে গিয়ে অসম আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচির অংশ হিসেবে অসমের ২৫ জন মেধাবী ছাত্রছাত্রীর সঙ্গে মতবিনিময় করবেন। বিশেষ এই আলোচনা অনুষ্ঠিত হবে ব্রহ্মপুত্র নদীতে একটি ক্রুজে, যা পরীক্ষার আগে ছাত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক অভিনব সংলাপ হিসেবে চিহ্নিত হচ্ছে।
উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। পাশাপাশি, নতুন টার্মিনাল চত্বরে অসমের প্রথম মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের একটি মূর্তি উন্মোচন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।


Leave feedback about this