জনতার কলম ওয়েবডেস্ক :- বর্তমানে দেশে ১৯৬১ সালের আয়কর আইন চালু রয়েছে। সেই নিয়মের বদল ঘটাতে নয়া বিল আনছে কেন্দ্র। আর্থিক বিশ্লেষকদের অনুমান, নতুন আইনে আয়করের ক্ষেত্রে ৬০ শতাংশ জটিলতা কমবে। শুধু তা-ই নয়, ব্যক্তিবিশেষ এবং ব্যবসায় করের বিষয়টি সহজলভ্য হবে বলে মনে করা হচ্ছে। পুরনো ১৯৬১ সালের আয়কর আইনকে বদলে দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছিল নতুন আয়কর বিল, ২০২৫।
সেই বিল সংসদে প্রথমবার পেশ হয়েছিল চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি। কিন্তু শুরু থেকেই এই বিলের কিছু অংশ নিয়ে আপত্তি জানায় বিরোধী শিবির। বিলের বিরোধিতা করে সংসদ ওয়াকআউট করেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি, আরএসপির সাংসদ এন কে প্রেমচন্দন জানান, নতুন এই বিল পুরনো বিলের তুলনায় আরও বেশি জটিল। তৃণমূল সাংসদ সৌগত রায় বিলটিকে ‘যান্ত্রিক’ বলে তোপ দাগেন। এই অবস্থায় বিলটিকে পাঠানো হয় সিলেক্ট কমিটিতে।
জানা যাচ্ছে, নয়া আয়কর বিলে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে এর কর স্ল্যাব নিয়ে। আয়কর বিভাগ জানিয়েছে, নয়া বিলে কর স্ল্যাব পরিবর্তনের কোনও প্রস্তাব নেই। এর উদ্দেশ্য ভাষা সরল করা, অপ্রয়োজনীয় বিধানগুলি সরানো ও কর দাতাদের স্বস্তি দেওয়া।
সেই বিল মন্ত্রিসভায় পেশ হল শুক্রবার। মন্ত্রিসভা যে আয়কর বিল, ২০২৫ এর অনুমোদন করল, তা একটি সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ। শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্যাবিনেট সংশোধিত আয়কর বিল, ২০২৫-কে অনুমোদন দিয়েছে। এই নতুন সংস্করণে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির অধিকাংশ সুপারিশই যুক্ত হয়েছে।
এর আগে বাজেট ২০২৪-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন, আয়কর আইন ১৯৬১-কে সরিয়ে দিয়ে এক নতুন, সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং মামলা মোকদ্দমাহীন কর ব্যবস্থা চালু করা হবে। সেই লক্ষ্যে ২০২৫ সালের আয়কর বিলটি ফেব্রুয়ারিতে লোকসভায় পেশ করে তা বিশদ আলোচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল। সেই কমিটি দীর্ঘ পর্যালোচনা ও স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে গত ২১ জুলাই লোকসভায় ৪,৫৮৪ পাতার বিশাল রিপোর্ট জমা দেয়।
রিপোর্টে মোট ২৮৫টি সুপারিশ রাখা হয়, যার মূল লক্ষ্য কর ব্যবস্থার সরলীকরণ, আইনকে আরও বোধগম্য করা এবং করদাতাদের হয়রানি কমানো। এই নতুন আইন কার্যকর হলে প্রায় ছ’দশকের পুরনো আয়কর আইন ১৯৬১-র অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। নতুন বিলটি আরও সরল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থা চালু করার পথ প্রশস্ত করবে। এখন অপেক্ষা ১১ আগস্টের যেদিন নতুন বিল সংসদে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে।
নতুন আয়কর বিল ২০২৫-এর গুরুত্বপূর্ণ দিকগুলি হল- ১. আয়কর কাঠামোর সরলীকরণ, ২. অর্থবর্ষ ও হিসাববর্ষের বিভ্রান্তি দূর করা, ৩. করের হার সংক্রান্ত পরিবর্তন, ৪. বিমা নীতির আয়ের ওপর কর বসানো, ৫. কর নিরীক্ষার দায়িত্বে পরিবর্তন।
Leave feedback about this