অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ট্রেন পরিষেবার পরে শুরু হতে চলেছে বিমান পরিষেবা । বিভিন্ন মেট্রো শহরের বিমানবন্দরগুলি ও বিমানসংস্থাগুলিকে তৈরি থাকতে বলেছে কেন্দ্র। কথা হয়েছে রাজ্যগুলির সঙ্গেও । করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন যাত্রীরা বিমানে চড়বেন , তখন বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাদের। এব্যাপারে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একটি বিজ্ঞপ্তিও জারি করবে বলে খবর। এ নিয়ম শুধু যাত্রীরা নয় মেনে চলতে হবে বিমান সংস্থার কর্মীদের ও । তাছাড়া বিমান বন্দরে ঢোকা ও বেরোবার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি প্রতিটি বিমানবন্দরে আইসোলেশন জোন ও চিকিৎসার উপযুক্ত সরঞ্জাম রাখ হবে বলে জানা গিয়েছে।