2025-07-14
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

দুর্গাপুরে নরেন্দ্র মোদির সভা, স্টেডিয়াম পরিদর্শনে বিজেপির কেন্দ্রীয় ও পশ্চিম বাংলার রাজ্য নেতৃত্ব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৮ জুলাই আবারও বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন সকালে তার বিহারের মতিহারে প্রথম জনসভা রয়েছে। তা শেষ করে দুপুরে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে বিজেপির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার সময় বেলা বারোটা বলা হয়েছে বিজেপির তরফে।

তার আগে সেই সভা নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় এবং বঙ্গ বিজেপি। রবিবার বিকেলে নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। তার সঙ্গে এদিন মাঠ পরিদর্শন করতে দেখা যায় কেন্দ্রীয় বিজেপি নেতা সতীশ ধন্ড, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ সৌমিএ খাঁ, দুই বিধায়ক অগ্নিমিত্রা পাল ও লক্ষণ ঘোড়ুই সহ জেলা বিজেপি নেতৃত্বকে।

প্রসঙ্গতঃ, এর আগে গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ সফরে এসে উত্তরবঙ্গে সভা করেছিলেন। এবার বঙ্গ বিজেপি দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করাচ্ছে। যা, ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খুবই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

উল্লেখ্য, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভার ঠিক তিনদিন পরে ২১ জুলাইয়ে কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ রয়েছে। সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃনমুল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service