জনতার কলম ওয়েবডেস্ক :- আগামী মাসে দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলন। সম্মেলনে যোগ দেবেন বিদেশি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বহু প্রতিনিধি। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ওই দেশের প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছে রাজধানীর অভিজাত হোটেল আইটিসি মৌর্যে। বাইডেনের আগে ভারত সফরের সময় প্রেসিডেন্ট থাকাকালীন জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং বারাক ওবামা এই হোটেলটিতে ছিলেন। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ওই দেশের একটি গোয়েন্দা দল আইটিসি মৌর্য পরিদর্শন করেছে বলেও জানা গিয়েছে।প্রশাসনিক সূত্রে খবর, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর থাকার ব্যবস্থা হতে পারে রাজধানীর আরেক অভিজাত হোটেল তাজ-এ। এছাড়া, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছে হোটেল ক্লারিজেসে। দিল্লির ইম্পেরিয়াল হোটেলে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।
দেশ
বিশ্ব
দিল্লিতে বসতে চলেছে জি – ২০ সম্মেলন প্রস্তুতি তুঙ্গে
- by janatar kalam
- 2023-08-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this