2026-01-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য শিক্ষা

দিনদুপুরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিতরের কক্ষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিতরের কক্ষ। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানাধীন দশরথবাড়ি এডিসি ভিলেজের দশরথবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে।

স্থানীয় সূত্রে জানা যায়, আচমকাই সেন্টারের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং সেন্টারের ভিতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে টিনের চাল পর্যন্ত আগুনের আঁচে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়া কিছুটা নিয়ন্ত্রণে এলেও ভিতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে মেলাঘর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিতরের কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সরঞ্জাম নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service