2025-08-07
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

দিনকোবরা এলাকায় মৃত দেহ উদ্ধার,খুনের অভিযোগ পরিবারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিনকোবরা এলাকায় মৃত দেহ উদ্ধার,খুনের অভিযোগ পরিবারের। বৃহস্পতিবা খোয়াই মহকুমার চাম্পাহাওড় থানার অন্তর্গত দিন কোবরা এলাকায় নদীর পাড়ে মৃতদেহের উদ্ধার হয়। সকালে দিন কোবরা এলাকার লোকজন মৃতদেহটি জলের মধ্যে পড়ে থাকতে দেখে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে এলাকার লোকজনের সাথে সাথে খবর দেয় চাম্পাহাওর থানায়।

পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। মৃতদেহ শনাক্ত করার জন্য পুলিশ বিভিন্ন মারফত যোগাযোগ শুরু করেন। পরে জানা যায় মৃত ব্যক্তির বাড়ি খোয়াই মহাদেবটিলা এলাকায়। মৃত ব্যক্তির নাম নারায়ন দেবনাথ।

পুলিশ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে মর্গে নিয়ে আসে ময়না তন্ত্রের জন্য। মৃতদেহে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে পরিবারের লোকজনদের অভিযোগ তাকে খুন করে নদীতে ফেলে দেয়া হয়েছে। দুইদিন ধরে নিখোঁজ ছিল নারায়ন দাস। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service