2025-10-13
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

দলের ভবিষ্যৎ রণকৌশল ঠিক করতে বিএল সন্তোষের সঙ্গে দিল্লিতে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লিতে বিজেপির জাতীয় সদর দপ্তরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

সূত্রের খবর, এদিনের বৈঠকে ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং আগামী দিনে দলকে আরও মজবুত করার রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যে আসন্ন পঞ্চায়েত ও অন্যান্য নির্বাচনী প্রস্তুতি নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী বৈঠকের পরে জানান, দলের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী সংগঠনের প্রত্যেকটি স্তরে জনসংযোগ আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টায় ত্রিপুরায় উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service