2025-10-29
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

দলীয় ঐক্য জোরদারে বিজেপির উচ্চস্তরীয় বৈঠক

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বিজেপি এবং তার জোটসঙ্গী তিপ্রা মথার মধ্যে বেড়ে ওঠা টানাপোড়েন ও দলের অভ্যন্তরীণ অসন্তোষের প্রেক্ষিতে বুধবার আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ও উত্তর–পূর্বাঞ্চল সমন্বয়ক ড. সম্বিত পাত্র।

এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্যের ইন-চার্জ ড. রাজদীপ রায়, সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সহ একাধিক বিধায়ক।

সূত্রের খবর, বৈঠকে মূলত দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, অভ্যন্তরীণ ক্ষোভ মেটানো এবং আসন্ন গ্রাম কমিটি নির্বাচনের আগে তিপ্রা মথার সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয় নিয়েই আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, বৈঠকের অন্যতম উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর স্বদেশি, ভোকাল ফর লোকাল’ উদ্যোগকে ত্রিপুরায় আরও এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি ৩১ অক্টোবর সারাদেশে পালিত হতে যাওয়া ‘রান ফর ইউনিটি’ কর্মসূচির মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

তিনি শান্তিরবাজারে ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘণ্টার বন্ধ চলাকালীন সহিংসতার ঘটনাকেও তীব্র নিন্দা জানান। উল্লেখ্য, ওই বন্ধের মূল দাবি ছিল গতবছর স্বাক্ষরিত তিপ্রাসা চুক্তির পূর্ণ বাস্তবায়ন।

তিপ্রা মথার সঙ্গে বিজেপির বর্তমান সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজীব ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সম্প্রতি টিপরামোথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বৈঠক করেছেন এবং “দুই দলের মধ্যে আলোচনা চলবে” বলে আশ্বাস দিয়েছেন।

➡️ মূল বার্তা: বিজেপি নেতৃত্ব আসন্ন গ্রাম কমিটি নির্বাচন ও ত্রিপ্রাসা চুক্তির বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক সমীকরণকে মজবুত করতে উদ্যোগী হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service