জনতার কলম ওয়েবডেস্ক :- গুরু নানক দেব জির ৫৫৬তম প্রকাশ পর্ব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আজকের এই পবিত্র দিনে আমাদের এক প্রতিজ্ঞা নেওয়া উচিত। গুরু নানক দেবজি জাতপাতের ভেদাভেদ দূর করে সমাজে ঐক্যের বার্তা দিয়েছিলেন—ভাগাভাগির মাধ্যমে সমাজকে একত্রিত করেছিলেন। তাহলে আজ পাঞ্জাবের তেরাই অঞ্চলে কিছু শিখ ভাই কেন ধর্মান্তরিত হচ্ছেন? জীবনে প্রথমবার শুনছি শিখরা ধর্ম পরিবর্তন করছেন—এটা অত্যন্ত বেদনাদায়ক।”
তিনি আরও বলেন, “এই অনৈতিক প্রবণতাকে কঠোরভাবে রুখতে হবে। আমাদের নিজেদেরও আত্মসমালোচনা করতে হবে, কোথায় ত্রুটি রয়েছে তা চিহ্নিত করতে হবে। বিদেশি আক্রমণকারীরা তখনই সুযোগ পায়, যখন আমরা নিজেরাই দুর্বলতা তৈরি করি বা সুযোগ করে দিই। তাই আমাদের সতর্ক থাকতে হবে।”
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের শিখ সমাজকে বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, “লখনউসহ লখিমপুর খেরি, পিলিভীত, রামপুর, শাহজাহানপুর এবং উদ্যম সিং নগর এলাকায় গিয়ে খতিয়ে দেখুন, কোথায় ঘাটতি আছে, তা দূর করার ব্যবস্থা নিন। যদি আমাদের সত্যিই গুরুদের আদেশ ও শিক্ষাগুলি বাস্তবায়ন করতে হয়, তবে আমাদের নিজেদের প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে গুরু পরম্পরার ভাবধারায় আরও শক্তিশালী করতে হবে।”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তিনি ধর্মীয় ঐক্য, সামাজিক সংহতি ও শিখ সমাজের অভ্যন্তরীণ সংগঠনকে দৃঢ় করার ওপর জোর দেন।





Leave feedback about this