2025-09-13
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজ্য

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সৌজন্যমূলক সাক্ষাৎ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা গুজরাট সফরকালে আজ গান্ধীনগরে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে তাঁর বাসভবনে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। এই বৈঠকের কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে মুখ্যমন্ত্রী সাহা গুজরাটের মুখ্যমন্ত্রীর উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী সাহা তাঁর সামাজিক মাধ্যমের পোস্টে লিখেছেন, “গুজরাট সফরের সময় গান্ধীনগরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ হয়েছে। তাঁর আন্তরিক আতিথেয়তার জন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।” এই সাক্ষাৎ দুই রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দুই মুখ্যমন্ত্রীর এই বৈঠকে উন্নয়ন, শাসন, এবং দুই রাজ্যের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ত্রিপুরা ও গুজরাটের মধ্যে সাংস্কৃতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এই সৌজন্যমূলক সাক্ষাৎ রাজ্যগুলির মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে সহযোগিতার একটি ইতিবাচক বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রী সাহার এই সফর ত্রিপুরার উন্নয়নের জন্য নতুন দিশা খুঁজে পেতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service