জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা বিজেপি রাজ্যজুড়ে বিশেষ উদ্যাপনের আয়োজন করছে। আগামী ৭ নভেম্বর (বুধবার) রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে।
মূল অনুষ্ঠানটি হবে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ— রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫০ জন কণ্ঠশিল্পী এক মঞ্চে মিলে পরিবেশন করবেন ‘বন্দে মাতরম’।
এই উদ্যোগের মূল লক্ষ্য— স্বাধীনতা সংগ্রামে জাতীয় গানের ভূমিকা ও দেশাত্মবোধক ঐক্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
আজ আগরতলার কৃষ্ণনগরে বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত বলেন, “‘বন্দে মাতরম’ কেবল গান নয়, এটি জাতীয় গর্ব ও দেশপ্রেমের প্রতীক।” তিনি স্মরণ করান, ঔপনিবেশিক শোষণ ও দুর্ভিক্ষের সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে এই গান রচনা করেন। ১৯৫০ সালে এটি ভারতের জাতীয় গানের মর্যাদা লাভ করে। বিশেষত ১৯০৫-এর বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে এটি জনগণের প্রেরণা হয়ে ওঠে।
কর্মসূচিতে থাকবে ‘বন্দে মাতরম’-এর ইতিহাস ও সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে আলোচনা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সুনীত সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।





Leave feedback about this