জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলার তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে সম্প্রতি সংঘটিত ভাঙচুর ও হামলার ঘটনার পর দলটি বৃহস্পতিবার এনসিসি থানায় একটি প্রতিনিধি দল এফআইআর জমা দিয়েছে। এতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং দোষীদের গ্রেপ্তার দাবি করা হয়েছে।
প্রতিবাদে নেতৃত্ব দেন দলের সিনিয়র নেতা ও মুখপাত্র কুনাল ঘোষ এবং রাজ্যসভার সাংসদ সুষমিতা দেব। তাদের অভিযোগ, দুই দিন আগে কার্যালয়ে হামলা চালানো হয় এবং ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, পাশাপাশি মমতা ব্যানার্জীর ছবিও অবমাননা করা হয়েছে। তারা শাসক দলের সমর্থকদের এই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যমকে বক্তব্য দিতে গিয়ে সাংসদ সুষমিতা দেব,জানান, “আমরা অভিষেক ব্যানার্জীর নির্দেশে এফআইআর করেছি। তবে আমি কেবল আইনজীবী হিসেবে নয়, রাজনৈতিক কর্মী হিসেবেও বলছি—এটি আমাদের অফিসে ঘটেছে, এবং পুলিশ স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিতে পারত। আমাদের যুব ও মহিলা সদস্যরা আশা করেছিল, আমরা থানায় আসব না। কিন্তু দুষ্কৃতীদের গ্রেপ্তারের ব্যর্থতার কারণে আমাদের পদক্ষেপ নিতে হলো।”
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে এমপি মূর্মুর ওপর হামলার ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে চারজন গ্রেপ্তার করা হয়। এখানে স্পষ্ট ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও তিন দিন পার হয়ে গেল, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।”
তৃণমূল নেতা ও সাংসদরা জানান, তারা আদালতের দ্বারস্থ হয়ে যথাযথ তদন্ত নিশ্চিত করবেন। দল প্রতিশ্রুতি দিয়েছে, ত্রিপুরায় এই ধরনের ঘটনা যেন অপরাধমূলকভাবে ছাড়া না যায়, তার জন্য তারা সকল আইনগত পথ অবলম্বন করবেন।
Leave feedback about this