জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্ত রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশী মহিলা সহ দুইজন ভারতীয় টাউটকে আটক করে জিআরপি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে দালালের মাধ্যমকে বাংলাদেশি নাগরিক বহিঃ রাজ্যের উদ্দ্যেশে রওয়ানা দেবেন।
সেই খবরের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে জিআরপি। সে সময় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানিয়েছেন, তারা ব্যাঙ্গালোরের উদ্দেশ্য যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে ধরা পড়েন। ধৃতরা হলেন সাক্রম থানাধীন এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথ, রাজনগরের বাসিন্দা টুটন দে এবং এবং এক বাংলাদেশী নাগরিক। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
Leave feedback about this