জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি নেত্রীর উপরে কর্পোরেটরের হামলার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীর রাধানগরের আবাসনের লোকজনের। তারা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের ইস্তফার দাবি জানান। শনিবার আবাসনের বাসিন্দারা বিক্ষোভে শামিল হন। আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকার মতো রাজধানীর রাধানগর আবাসনেও বন্যার জল ঢুকে পরে। বাধ্য হয়ে আবাসনের লোকজন আশ্রয় নেয় ত্রান শিবিরে। শিবিরে থাকা লোকজনদের জন্য প্রশাসন থেকে খাবারের ব্যবস্থা করা হয়।
অভিযোগ সেই খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহার বিরুদ্ধে। অভিযোগ পোকা ধরা চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে দেওয়া হচ্ছে ত্রান শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের। বিজেপি আগরতলা মণ্ডলের নেত্রী পায়েল দাস সহ শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজন শুক্রবার সন্ধ্যায় কর্পোরেটর সান্তনা সাহা ত্রান শিবিরে গেলে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার প্রতিবাদ করেন। অভিযোগ তখন তেলে বেগুনে জ্বলে উঠেন কর্পোরেটর।
অভিযোগ কর্পোরেটর সান্তনা সাহা উত্তেজিত হয়ে মণ্ডল নেত্রী পায়েল দাসের হাতে থাকা মোবাইল ভেঙ্গে ফেলেন। শুধু তাই নয় পায়েল দাসকে মারধর করে তার গলায় থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় কর্পোরেটর সান্তনা সাহা। আক্রান্ত পায়েল দাস জানান শতাধিক লোকের সামনে ওনাকে মারধর করেছে কর্পোরেটর সান্তনা সাহা। ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাধানগর আবাসন এলাকার লোকজন বিক্ষোভ দেখায়। অবিলম্বে কর্পোরেটর সান্তনা সাহার পদত্যাগ দাবি জানান তারা।
Leave feedback about this