2024-12-15
agartala,tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

ত্রাণ শিবিরে নিম্নমানের খাবারের অভিযোগ এনে আক্রান্ত হওয়া বিজেপি নেত্রীর থানায় মামলা কর্পোরেটরের বিরুদ্ধে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রাণ শিবিরে নিম্নমানের খাবারের অভিযোগ এনে আক্রান্ত হওয়া বিজেপি নেত্রী অভিযুক্ত পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের বিরুদ্ধে থানায় মামলা করলেন। পশ্চিম মহিলা থানায় মামলা করেন বিজেপি নেত্রী। আগরতলা পুর নিগমের ১২ নং ওয়ার্ডের কর্পোরেটর সান্ত্বনা সাহা।

রাধানগর এলাকায় ত্রান শিবিরে বন্যা দুর্গতদের মধ্যে খাবার বিতরণ নিয়ে ঝামেলার সুত্রপাত হয়। অভিযোগ কর্পোরেটর সান্তনা সাহা পোকা ভর্তি চাল দিয়ে খিচুড়ি রান্না করে বন্যা দুর্গতদের খেতে দিচ্ছেন। বিজেপি আগরতলা মণ্ডলের অফিস সম্পাদক পায়েল দাস তার প্রতিবাদ করেন। অভিযোগ তখন কর্পোরেটর সান্তনা সাহা পায়েল দাসকে মারধর করেন।

ভেঙ্গে দেন পায়ের দাসের মোবাইল। শতশত মানুষের সামনে এই ঘটনা। অবশেষে রবিবার আক্রান্ত পায়েল দাস ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের সাথে নিয়ে পশ্চিম মহিলা থানায় গিয়ে অভিযুক্ত কর্পোরেটর সান্তনা সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সুবিচারের দাবি জানান। পাশাপাশি বিজেপি নেত্রী অভিযোগ করেন নেশাকারবারিদের সঙ্গে যোগাযোগ রয়েছে কর্পোরেটরের।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service