জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোয়াই পুলিশ গ্রাউন্ডে দেশাত্মবোধের আবহে উদযাপিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির শুভ সূচনা করেন রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর উপস্থিতি সংবিধান ও তার মূল্যবোধকে সম্মান জানানোর বার্তাই তুলে ধরে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক দলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে তোলে। মন্ত্রী বিকাশ দেববর্মা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, উৎসাহ ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের এই উদ্যম ও দেশপ্রেম প্রজাতন্ত্র দিবসের আদর্শকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
নিজের ভাষণে মন্ত্রী যুবসমাজকে দেশের ইতিহাস ও সংবিধানসম্মত মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি বলেন, জ্ঞান, শৃঙ্খলা ও সততার ভিত্তিতে জীবন গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ—একটি শক্তিশালী ও দায়িত্বশীল ভারত গড়তে তাদের অবদানই নির্ণায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
দিনভর কর্মসূচির সাফল্যে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী দেববর্মা বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও নাগরিক সচেতনতার সুন্দর সমন্বয়ে এমন অনুপ্রেরণাদায়ক আয়োজন প্রত্যক্ষ করতে পেরে তিনি গর্বিত। এই অনুষ্ঠান শুধু ভারতের গণতান্ত্রিক চেতনার উদযাপনই নয়, বরং ঐক্য, দায়িত্ববোধ ও অগ্রগতির মূল্যবোধ রক্ষার কথাও নাগরিকদের স্মরণ করিয়ে দিল।


Leave feedback about this